শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিংকে ভবানী ভবনে ফের তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে অর্জুন ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন বাড়ির কাছে হনুমান মন্দিরে পুজো দিয়ে। আর সেখানেই আলচনায় উঠে এল অর্জুনের বিশেষ চশমা। জানালেন, সিআইডি যাতে তাঁর চোখে 'রাসায়নিক বিষ' দিতে না পারে সেই জন্য সঙ্গে নিয়েছেন বিশেষ এক ধরনের চশমা।
বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, 'গত ১৬ নভেম্বর আমাকে সিআইডি ভবানীভবনে তলব করেছিল। চার ঘণ্টা আমাকে বসিয়ে রেখেছিল। কোনও লাভ হয়নি। আজ আবার আমাকে যেতে বলেছে। শুধু শুধু হেনস্থা করার জন্য আমাকে বারবার সিআইডি ভবানীভবনে ডেকে পাঠাচ্ছে।' তখনই জানান, সঙ্গে নিয়েছেন সাদা কাচের বিশেষ এক ধরনের অত্যাধুনিক চশমা। অর্জুনের বক্তব্য, রাসায়নিক বিষ স্প্রে করা হতে পারে। সেই আতঙ্ক থেকেই বিশেষ ধরনের অত্যাধুনিক চশমা সঙ্গে নিয়ে বেরিয়েছেন। রাসায়নিকের প্রতিক্রিয়ার সময়সীমা নিয়েও এদিন নিজের মতামত জানান অর্জুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যও করেন তিনি।
এর আগেও তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন অর্জুন। সেবার বলেছিলেন, ‘এখানে তো কিছু খাব না। কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে। মরে যাব। তিন মাসের মধ্যে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে যাবে। আজকাল কিছু খাওয়ানোরও দরকার নেই। চেয়ারে লাগিয়ে দিলে, তা থেকে হাতে লাগলেই হয়ে যায়। দু’ মাস পরে মারা যাবেন। আমার কিছু হলে সরকার দায়ী থাকবে।'
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদে ছিলেন। ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে। সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছিল। সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে। রাজ্যের ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন ১৪ তারিখ অর্জুন ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন। সেদিনও তৃণমূল নেতা তথা জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই ভুল বকছেন।
ফের এদিন অর্জুন বেলাগাম হতেই, কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'মনে হচ্ছে অর্জুন সিং-এর শরীরে 'কেমিক্যাল ইমব্যালেন্স' হয়েছে। তাই এই ধরনের ভুলভাল কথা বলছে। আসলে যে মামলায় সিআইডি অর্জুনকে ডেকেছে সেই মামলায় অর্জুন যে অপরাধী সেটা নিজেও জানে। ফলে গ্রেপ্তারি এড়াতে এই ধরনের বাহানা করছে যাতে শরীর খারাপের ছুতো দেখিয়ে গ্রেপ্তারি এড়ানো যায়।‘
নানান খবর
নানান খবর

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা